Logo

বর্ণচোরা বিএনপি ও অপশক্তিকে পরাজিত করতে হবে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ২০:৪২
49Shares
বর্ণচোরা বিএনপি ও অপশক্তিকে পরাজিত করতে হবে: কাদের
ছবি: সংগৃহীত

এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে

বিজ্ঞাপন

‘৭৫ বছরে আওয়ামী লীগের এই জন্মদিনে অঙ্গীকার হচ্ছে, আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব।’ উল্লেখ করে  সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি। মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাঁওতাবাজি করে। আজকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রুরা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। আমাদের বিজয়কে আমরা সুসংহত করব।”

রবিবার (২৩ জুন) আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব’।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “জনগণের কণ্ঠে প্রতিধ্বনিত হয়ে, প্রতিরোধের দাবানল ছড়িয়ে, বিজয় ছিনিয়ে আনার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়াই। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান। এককথায় বলতে পারি, সংগ্রাম-সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভাসের নাম বাংলাদেশ আওয়ামী লীগ।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD