Logo

টাইগার ব্যাটসম্যানদের রান না পাওয়ার কারণ জানালেন কোচ

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০১:৩৭
17Shares
টাইগার ব্যাটসম্যানদের রান না পাওয়ার কারণ জানালেন কোচ
ছবি: সংগৃহীত

তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।'

বিজ্ঞাপন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নিজেদের সেরাটা দিয়েছেন বাংলাদেশ দলের বোলাররা। এখন পর্যন্ত সব জয়েই বোলাররা অবদান রেখেছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলের ব্যাটাররা। বিশেষ করে দলের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রতি ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে পুরো দল। টাইগারদের ব্যাটিং নিয়ে তীব্র আলোচনা- সমালোচনার সৃষ্টি হয় ক্রিকেট মহলে। তবে কি কারণে এই ব্যর্থতা? এবার দলের এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। 

আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কারণ ব্যাখা করেছেন টাইগার কোচ পোথাস। তিনি বলেন, ‘শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না। পুরো টুর্নামেন্টজুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে। ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিৎ। নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভারত দলের প্রসঙ্গ টেনে ব্যাখ্যা দিলেন পোথাস, ‘ভারতীয় দলে দেখুন, রিশভ পান্টের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে। কারণ এখানে খেলাটা পাওয়ারের। দিনশেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে। শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’ 

পোথাস অবশ্য পাওয়ার হিটিংয়ে জোর দেওয়ার কথা বললেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোথাস আরও বলেন, ‘স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশন থেকে শুরু করে আর কীভাবে, বাংলাদেশি পন্থায় শক্তি পাওয়া যায় আমরা দেখছি। আইপিএলে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়ও সফল হতে পারে। এটা প্রত্যেক ক্রিকেটারকে নিজে গড়ে তুলতে হবে। অন্য কেউ আপনাকে এটা করে দিবে না।’ 

যোগ করে পোথাস বলেন ‘পুরো বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে যায়। স্টাবসের মতো বাচ্চা ছেলেও আইপিএলে যাচ্ছে কারণ সে জোরে মারতে পারে। আইপিএলের আগে সে দক্ষিণ আফ্রিকার হয়েও খেলেনি। কিন্তু পাওয়ারের কারণে এত এত টাকা কামাচ্ছে। পাওয়ার ইজ কি। কেউ জন্মগতভাবে পায়, কেউ অর্জন করে। তাই পাওয়ার অর্জনের কোনো না কোনো পথ বের করতে হবে।’

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD