Logo

বড় মঞ্চে বাংলাদেশের সামনে আফগান পরীক্ষা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০৫:২৭
28Shares
বড় মঞ্চে বাংলাদেশের সামনে আফগান পরীক্ষা
ছবি: সংগৃহীত

সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই কাল মাঠে নামবে লাল-সবুজের দল।

বিজ্ঞাপন

সুপার এইটে টানা দুই ম্যাচ হারের পরও এখনও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন, তবে সেটা কাগজে-কলমে। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

মঙ্গলবার (২৫ জুন) কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

এই ম্যাচে আফগানদের শুধু হারালেই চলবে না, তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও। সবমিলিয়ে সুপার এইটের শেষ ম্যাচের আগে বেশ চাপে টাইগারবাহিনী। তবে আজ রাতেই বাংলাদেশের সমীকরণটা ভালোভাবেই বুঝতে পারবে।

বিজ্ঞাপন

 

কারণ, রাতের ম্যাচে যদি অজিদের কাছে ভারত হেরে যায় তবে বাংলাদেশের সেমিতে ওঠার যে সম্ভাবনা তা শেষ হয়ে যাবে। তখন লড়াইটা হবে শুধু ভারত আর আফগানিস্তানের মধ্যে। সেক্ষেত্রে বাংলাদেশকে যেকোনো মূল্যে হারাতে হবে আফগানদের। এরপর মেলানো হবে দুদলের নেট রানরেট। যারা এগিয়ে থাকবে, তারাই যাবে সেমিতে।

বিজ্ঞাপন

তাই বলা যায় সেমিফাইনালের অনেক হিসাবনিকাশ আফগান-বাংলাদেশ ম্যাচের ওপর নির্ভর করছে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে আগেও ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে, এবারের লড়াইটা অন্য যেকোনো বারের চেয়ে বেশ আলাদা। এই ম্যাচে বাংলাদেশ নয়, ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে মাঠে নামবে আফগানিস্তান। অন্তত শক্তিশালী অজিদের বিপক্ষে জয়ই বলে দেয়, দল হিসেবে কতটা ছন্দে আছে রশিদবাহিনী। পরিসংখ্যানেও এগিয়ে আছে তারা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ১১ বারের দেখায় ৬ জয় আফগানদের বাকি ৫টিতে জয় বাংলাদেশের। গত বছরের জুলাইতে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল। এরপর ওয়ানডে বিশ্বকাপেও তাদের হারিয়েছে । সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই কাল মাঠে নামবে লাল-সবুজের দল।

বিজ্ঞাপন

আফগানদের হারিয়ে শেষটা রাঙাতে চায় বাংলাদেশ। সোমবার (২৪ জুন) সহকারী কোচ নিক পোথাস বলেছেন, প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে চাইবেন আপনি। আমরাও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সাফল্য আছে। ওদের বিপক্ষে সিরিজও জিতেছি।

বিজ্ঞাপন

‘আপনি ক্রিকেটের মতো খেলায় আপনার দেশকে প্রতিনিধিত্ব করছেন, এটা অনেক সম্মানের। আফগানিস্তানের বিপক্ষে অতীতে অনেক সাফল্যই আছে। আমরা তাই এই ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চাই।’

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD