Logo

গানে সুমন শিকদারের পথচলা

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৪, ২৩:৩০
148Shares
গানে সুমন শিকদারের পথচলা
ছবি: সংগৃহীত

এটি ছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে আধ্যাত্মিক বাউল সাধক লালনের গান।

বিজ্ঞাপন

সুমন শিকদার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জন্ম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন তিনি। তৃতীয় শ্রেণীতে থাকাকালীন উস্তাদ মালেক বয়াতির কাছ থেকে গানের হাতেখড়ি তার। 

২০০৩ সালে সর্বপ্রথম স্টেজে স্কুলের প্রোগ্রামে গান করেছেন সুমন। এরপর ২১ সালে তার প্রথম কাভার গান প্রকাশ করে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান প্রো টিউন। এটি ছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে  আধ্যাত্মিক বাউল সাধক লালনের গান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের পবিত্র ঈদুল আজহায় দু’টি মৌলিক গান প্রকাশ হয়েছে সুমন সিকদার। একটি সুমন রানার কথায় ‘দরদীয়া শুনো’, অন্যটি জসিম উদ্দিন আকাশের কথায় তুর্জ -এর সুরে ‘কেমন কইর মানুষ চিনবরে’। এছাড়া আরও বেশ কিছু গানের কাজ চলছে বলে জানিয়েছেন তরুণ এ গায়ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি মূলত পুরনো ও  ফোক ফিউশন গান করি। সামনে নতুন নতুন গান নিয়ে আসবো। গান আমার ধ্যান জ্ঞান। গানের মাঝেই আমরণ কাটিয়ে দিতে চাই। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD