গানে সুমন শিকদারের পথচলা


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪


গানে সুমন শিকদারের পথচলা
সুমন শিকদার

সুমন শিকদার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জন্ম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন তিনি। তৃতীয় শ্রেণীতে থাকাকালীন উস্তাদ মালেক বয়াতির কাছ থেকে গানের হাতেখড়ি তার। 


২০০৩ সালে সর্বপ্রথম স্টেজে স্কুলের প্রোগ্রামে গান করেছেন সুমন। এরপর ২১ সালে তার প্রথম কাভার গান প্রকাশ করে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান প্রো টিউন। এটি ছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নামে  আধ্যাত্মিক বাউল সাধক লালনের গান। 


আরও পড়ুন: প্রভাসের ‘কল্কি’ সিনেমায় ‘অদ্ভুত’ গাড়ি, ব্যয় কত?

  

এবারের পবিত্র ঈদুল আজহায় দু’টি মৌলিক গান প্রকাশ হয়েছে সুমন সিকদার। একটি সুমন রানার কথায় ‘দরদীয়া শুনো’, অন্যটি জসিম উদ্দিন আকাশের কথায় তুর্জ -এর সুরে ‘কেমন কইর মানুষ চিনবরে’। এছাড়া আরও বেশ কিছু গানের কাজ চলছে বলে জানিয়েছেন তরুণ এ গায়ক।


আরও পড়ুন: কেন পরীর সব চশমায় জোড়াতালি দেওয়া!


তিনি বলেন, আমি মূলত পুরনো ও  ফোক ফিউশন গান করি। সামনে নতুন নতুন গান নিয়ে আসবো। গান আমার ধ্যান জ্ঞান। গানের মাঝেই আমরণ কাটিয়ে দিতে চাই। 


জেবি/এসবি