কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪
কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি কমলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
তিস্তা নদীর পানি ২৪ ঘন্টায় কাউনিয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদ-নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলের বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষ।
আরও পড়ুন: কুড়িগ্রামে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
অনেক পরিবার গবাদিপশুসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে বীজতলা,পাট ও মৌসুমী ফসলের ক্ষেত।
আরও পড়ুন: কুড়িগ্রামে আগুনে পুড়ল ১৭ ঘর, কোটি টাকার ক্ষতি
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়,গত ২৪ ঘন্টায কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি হ্রাস পেয়ে বিপৎ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিভিন্ন পয়েন্টে স্থিতিশীল রয়েছে।
জেবি/এসবি