কক্সবাজারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪


কক্সবাজারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে।


মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটায় হাসপাতালে আনার আগেই ওই রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান।


নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াছের আনুমানিক বয়স ২৪/২৫ বছর তথ্য দিলেও তার পরিচয়ের অন্যান্য বিস্তারিত তথ্য জানেন না বলেন তিনি।


আরও পড়ুন: টেকনাফে খাল থেকে বস্তাবন্ধী নারীর মরদেহ উদ্ধার


আশিকুর রহমান বলেন, দুপুরের শেষের দিকে টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


‘মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’


আরএমও বলেন, ‘নিহত রোহিঙ্গাকে হাসপাতালে পৌঁছানোর পরপরই নিয়ে আসা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সটকে পড়েন। সে হাসপাতালের সংশ্লিষ্টদের তথ্য দিয়েছিল, টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হয়েছিল।’


আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত এক


তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত নাকি মিয়ানমারে অবস্থানকারি রোহিঙ্গা নাগরিক, এ ব্যাপারেও কোন তথ্য দেননি বলে জানান আশিকুর রহমান।


তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এমএল/