Logo

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ০২:৪১
39Shares
কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রদীপ কুমার দাস বলেন, ভোক্তাদের কাছে যে খাবার সরবরাহ করা হয় তার নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য ব্যবসায়ীদের দায়িত্ব। খাদ্য ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইন, বিধি- বিধান মেনে খাদ্য প্রস্তুত, আমদানি, সরবরাহ, সংরক্ষণ, বিপণন এবং পরিবেশন করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, খাদ্য ব্যবসায়ী এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ দরকার।  

সরকার বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে বলে জানান তিনি।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজার সদর উপজেলার ইউএনও ফারজানা রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুল ইসলাম।  

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) ও প্রকল্প পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো. মহসিন। কর্মশালা স্থানীয় খাদ্য ব্যবসায়ীসহ জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD