Logo

আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি: তাহসান

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ২০:৫৩
135Shares
আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি: তাহসান
ছবি: সংগৃহীত

দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎ করেই যুক্ত করা হয় সংগীত-অভিনয়শিল্পী তাহসান খানের নাম।

বিজ্ঞাপন

গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তিনি কখনো বিসিএস পরীক্ষায় অংশ নেননি। তার ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নও আসে না।

সম্প্রতি দেশে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে চলছে চলছে সমালোচনা। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎ করেই যুক্ত করা হয় সংগীত-অভিনয়শিল্পী তাহসান খানের নাম।

বিজ্ঞাপন

জানা যায়, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী ছিলেন তাহসানের মা সাবেক পিএসসি চেয়ারম্যান ড. জিনাতুন নেসার গাড়ির চালক। তার মায়ের ক্ষমতার অপব্যবহার করে বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন তাহসান।

বিজ্ঞাপন


গত দুই দিন ধরে তাই এই শিল্পীকে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন এই তারকা।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

তাহসান বলেন, ‌“পুরো বিষয়টিই ভুয়া। আমি কখনোই বিসিএস পরীক্ষায় বসিনি। সুতরাং ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্ন আসে না।”

মায়ের নাম জড়ানোতে তিনি বললেন, “এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন। তিনি আমার মায়ের ড্রাইভার নন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD