Logo

পুলিশের সাউন্ড গ্রেনেডে জনবাণীর তুষারসহ অন্তত ৩ সংবাদকর্মী আহত

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৪, ০৩:৩১
76Shares
পুলিশের সাউন্ড গ্রেনেডে জনবাণীর তুষারসহ অন্তত ৩ সংবাদকর্মী আহত
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ডাস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণমাধ্যমকর্মীদের মাঝে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে দৈনিক জনবাণীর তুষারসহ  তিন সংবাদকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৩টার দিকে ডাস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনসহ পাঁচজন অবস্থান নিলে গণমাধ্যমকর্মীরা তাদের সাক্ষাৎকার নিতে যান। এ সময় দাঁড়িয়ে থাকা গণমাধ্যমকর্মীদের মাঝে ৪ থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে দৈনিক জনবাণীর তুষার, চ্যানেল এস-এর সুলাইমান কবির এবং আজকের পত্রিকার সংবাদকর্মী শাবিব আব্দুল্লাহ আহত হয়েছেন। এদের মধ্যে তুষার ও শাবিব প্রাথমিক চিকিৎসা শেষে অফিসে ফিরেছেন।

বিজ্ঞাপন

সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সেখান থেকে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে আখতার হোসেনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আটকের সময় তাকে মারধরও করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে কাভার্ডভ্যানের ভেতর থেকে মোহন জানান, “সারা দেশের শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD