ক্রিস রককে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন উইল স্মিথ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন অভিনেতা উইল স্মিথ।
স্থানীয় সময় সোমবার (২৮ মার্চ) ইন্টাগ্রামে পোস্টে তিনি বলেন, ‘আমার সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গত রাতের একাডেমি পুরস্কারে আমার আচরণ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ছিল।’
তিনি আরও বলেছেন, ‘জোকস আমার কাজের একটি অংশ, কিন্তু জাডার অসুস্থতা সম্পর্কে রসিকতা আমার পক্ষে সহ্য করা খুব বেশি কঠিন ছিল। তাই আমি আবেগপ্রবণ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলাম।’
ক্ষমা চেয়ে পোস্টে লেখা ছিল, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাই চাই, ক্রিস। আমি সীমার বাইরে ছিলাম এবং আমার কাজটি ভুল ছিল। আমি বিব্রত এবং আমার এই কাজ আমি যেমন মানুষ হতে চাই তার ইঙ্গিত দেয় না। ভালোবাসার পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই।’
তিনি আরও লিখছেন, ‘এছাড়াও একাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত অংশগ্রহণকারী এবং বিশ্বজুড়ে যারা দেখছেন তাদের কাছে ক্ষমা চাইছি। আমি উইলিয়ামস পরিবার এবং আমার কিং রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি গভীরভাবে অনুশোচনা বোধ করছি, আমার আচরণের জন্য যা আমাদের সকলের জন্য অলোকজ্জ্বল যাত্রায় দাগ ফেলেছে।’
এর আগে, রবিবার ৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে মেডিয়ান উপস্থাপক ক্রিস রক মি. স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের মাথার চুল পড়ে যাওয়া নিয়ে রসিকতা করেন। অ্যালোপেসিয়া নামের রোগে আক্রান্ত হওয়ার কারণে চুল হারাচ্ছেন জাডা। ক্রিস রকের ওই রসিকতা নিতে পারেননি উইল স্মিথ। তিনি দর্শক সারির আসন ছেড়ে উঠে মঞ্চে গিয়ে একটি সজোরে চর কষাণ ক্রিসের গালে। তাতে হতবিহ্বল হয়ে পড়েন উপস্থিত দর্শক। টেলিভিশন লাইভেও তখন সে অনুষ্ঠান দেখছিলেন গোটা বিশ্বের কোটি দর্শক। দেখা যায় মি. স্মিথ চড়টি মেরে ফের নিজের আসনে চলে আসেন এবং চিৎকার করে বলতে থাকেন ক্রিস যেনো তার স্ত্রীকে নিয়ে এমন রসিকতা করা থেকে বিরত থাকেন।
ওআ/