Logo

মুরাদ নূরের সুরে কাওয়ালী গান গাইলেন এস আই টুটুল

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৪, ২২:০৮
33Shares
মুরাদ নূরের সুরে কাওয়ালী গান গাইলেন এস আই টুটুল
ছবি: সংগৃহীত

গানটি বহুদিন ধরেই তৈরি করছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে চূড়ান্তভাবে প্রকাশ করতে পারিনি।

বিজ্ঞাপন

নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এস আই টুটুল রুচিশীলতায় অনন্য উচ্চতায় আসীন। অন্যদিকে জনপ্রিয় তরুণ সুরকার মুরাদ নূরও রুচিশীল সৃষ্টিতে বেশ প্রশংসিত। এবার কাওয়ালী গান বাঁধলেন টুটুল ও মুরাদ নূর। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায়, মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ‘পিপাসার পানি’ শিরোনামের গানটি শিগগির প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

পিপাসার পানি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, কাওয়ালী গান খুব একটা গাওয়া হয়নি। অনেক বছর আগে হুমায়ূন আহমেদের কথায় একটি গান করেছিলাম। এবার মুরাদ নূরের সুরে কাওয়ালী গান ‘পিপাসার পানি’ করলাম। শহীদুল্লাহ্ ফরায়জীর কথায় চার-পাঁচ বছর আগে গানটি গেয়েছিলাম। করোনা এবং সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন দেশের বাইরে থাকার কারণে সুরকারের সঙ্গে বসা হয়নি। অবশেষে গানটির চূড়ান্ত রূপ দিতে পেরে ভালো লাগছে। সৃষ্টিকর্তার আরাধনায় অনন্য সৃষ্টি ‘পিপাসার পানি’। সবার নিশ্চয় গানটি ভালো লাগবে।

বিজ্ঞাপন

সুরকার মুরাদ নূর বলেন, গানটি বহুদিন ধরেই তৈরি করছিলাম, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে চূড়ান্তভাবে প্রকাশ করতে পারিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, ইতোমধ্যে শহীদুল্লাহ্ ফরায়জী ও মুরাদ নূর জুটির অনেকগুলো গান প্রকাশিত হয়েছে। তিনি বলেন, একটা কাওয়ালী গান করার পরিকল্পনা আমাদের অনেক দিনের, পরিকল্পনার গায়ক হিসেবে এস আই টুটুলের নামই ছিলো। সময়ের পরিকল্পনা  অনুযায়ীই প্রকাশিত হচ্ছে আমাদের ‘পিপাসার পানি’।

বিজ্ঞাপন

গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, আমি কখনোই কাওয়ালী গান লিখিনি, মুরাদ নূরের অনুরোধেই গানটি লিখা। আমাদের সঙ্গে এস আই টুটুল যুক্ত হওয়াতে গানটি পরিকল্পনা অনুযায়ী প্রকাশিত হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নূর ক্রিয়েশনস ও এস আই টুটুলের অফিসিয়াল পেইজ সহ সকল ডিজিটাল মাধ্যমে বন্যা পরিস্থিতি শিথিল হলেই গানটি অবমুক্ত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD