ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলো বিমান কর্তৃপক্ষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলো বিমান কর্তৃপক্ষ

দুদিন আগে বিপাকে পড়লেছিলেন টালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক সময় মতো কলকাতা বিমানবন্দের পৌঁছতে না পারায় বিমানে উঠতে দেওয়া হয়নি ঋতুপর্ণাকে।

অভিনেত্রীর অভিযোগ ছিল টানা ৪০ মিনিট ধরে অনুরোধ করেছেন এমনকী কান্নাকাটি করেন তা সত্ত্বেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

এ ঘটনার তিনদিন পর বিমান কর্তৃপক্ষ ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইলেন।

বৃহস্পতির (৩১ মার্চ) বিমান সংস্থাটি ক্ষমা চেয়ে একটি টুইট করেছে। কৃতিকা নামে সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ‘আপনার অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী। অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবে সফল হইনি। আপনার সুবিধামতো একটি সময় বলুন, আপনার যোগাযোগ করে কথা বলে নেব।’


মঙ্গলবার (২৯ মার্চ) কলকাতা বিমানবন্দর থেকে আমদাবাদে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার। সেখানে তার সিনেমার শুটিং চলছে। কিন্তু কয়েক মিনিট বিলম্ব হওয়ায় তৈরি হয় জটিলতা। কান্নাকাটি করে অনুরোধ করলেও তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি।

সে দিনের ঘটনার বর্ণনা দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছিলেন—‘আমদাবাদের বিমান ধরার জন্য বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪টা ৫৫ মিনিটে। আমি পৌঁছাই ৫টা ১০ বা ১২ মিনিটের মধ্যে। আমাকে জানানো হয়, বোর্ডিংয়ের গেট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে। আপনাকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি নাম ঘোষণাও করেন কর্তৃপক্ষ। ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু আমার ফোনে কোনো কল আসেনি।’

ওআ/