Logo

এয়ারপোর্টে দেড় ঘণ্টা মাহিকে বসিয়ে রেখে গোয়েন্দা কাগজপত্র চেক

profile picture
জনবাণী ডেস্ক
২৯ আগস্ট, ২০২৪, ০৪:৪৩
223Shares
এয়ারপোর্টে দেড় ঘণ্টা মাহিকে বসিয়ে রেখে গোয়েন্দা কাগজপত্র চেক
ছবি: সংগৃহীত

এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা

বিজ্ঞাপন

বিদেশ যাত্রকালে এয়ারপোর্টে দেড় ঘণ্টা মাহিকে বসিয়ে রেখে গোয়েন্দা কাগজপত্র চেক করার অভিযোগ করেছেন ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি নিজেই জানান, দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে নথিপত্রে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

সম্প্রতি মাহি একদিনের জন্য গিয়েছিলেন দেশের বাইরে। এরপর আবারও ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী। ফিরেই তিনি নিজেই জানান এয়ারপোর্টের ওই ঘটনা।

বিজ্ঞাপন

জানা যায়,  গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর বিমানবন্দর বেশ কড়া অবস্থানে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় “রুই-কাতলা”। কেউ সেনাবাহিনীর হাতে সোপর্দ হয়েছেন, কেউবা ফিরে গেছেন বাসায়। নায়িয়া মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন বিমানবন্ধরে।

বিজ্ঞাপন

মাহিয়া মাহি গণমাধ্যমকে বলেন, “এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নায়িকা পরিচয়ের বাইরে মাহি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আ. লীগের রাজনীতিতে জড়িত এই নায়িকা গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেশ বড় ব্যবধানে হেরেছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD