আম্বানিকে টপকে এবার ভারতের শীর্ষ ধনী আদানি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪


আম্বানিকে টপকে এবার ভারতের শীর্ষ ধনী আদানি
আম্বানিকে হারিয়ে ভারতের শীর্ষ ধনী এখন আদানি -- ছবি: সংগৃহীত

আম্বানিকে টপকে এবার ভারতের শীর্ষ ধনীর তালিকার প্রথমস্থানে জায়গা পেলেন গৌতম আদানি। 


বৃহস্পতিবার (২৯ আগস্ট) “হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪” প্রকাশ করা হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার পরিবার। তার মোট সম্পত্তির পরিমাণ হলো ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।


এর আগে গত ২০২০ সালেও এই তালিকার চতুর্থস্থানে ছিলেন গৌতম আদানি। গেল এক বছরে আদানির সম্পদের পরিমাণ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গেল বছর মার্কিন প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আদানি গ্রুপ নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। এরপর আদানির সাম্রাজ্যে ধস নামে। তবে এই ধাক্কা বেশ ভালোভাবে কাটিয়ে উঠেছেন তিনি।


আরও পড়ুন: ধর্ষণের একমাত্র শাস্তি হবে ফাঁসি: মমতা


এদিকে, তালিকার দ্বিতীয়স্থানে থাকা মুখেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০ দশমিক ১৪ লাখ কোটি রুপি।


প্রতিবেদনটিতে আরও বলা হয়, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 


আরও পড়ুন: ভারতবিরোধী পোস্টে লাভ রিয়েক্ট, ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে


হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান জানান, “ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। তিনি জানিয়েছেন ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।”


জেবি/এসবি