গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোসহীন: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোসহীন থাকাতেই ৫ আগস্ট বিজয় হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন।
এ সময় রিজভীর অভিযোগ, স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী লীগের সঙ্গে আরও একটি দল নির্বাচনে গিয়েছিল, জনগণ তা ভুলে যাননি। আ. লীগ যেখানে প্রশ্রয় দিয়েছে সেখানে কেউ ভুল করলে তাদের শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে বিএনপি।
আরও পড়ুন: বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চান জয়, যা বললেন মির্জা ফখরুল
এদিকে এদদিন নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সরকারকে সময় দেওয়ার পক্ষে মত দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আগে কথা বলা ঠিক হবে না, সরকারকে সময় দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। যারা চাঁদাবাজি করে তাদের ধরিয়ে দিতে হবে।”
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপির মহাসচিব
কুমিল্লার লালমাই উপজেলায় ছোট শরীফপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আগ বাড়িয়ে কথা না বলে সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সময় দিতে চায় বিএনপি।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

রাজধানীর মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: মির্জা ফখরুল

আ. লীগের খুনের দায় হাসিনার ওপর বর্তায়, তেমনি বিএনপির দায় আপনার ঘাড়ে

জামায়াতের সুযোগ নেই, তবে এনসিপির জন্য দরজা খোলা: সালাহউদ্দিন
