Logo

জামায়াতের জোট ছাড়ায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালেন হেফাজত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৮:০৬
জামায়াতের জোট ছাড়ায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালেন হেফাজত আমির
ছবি: সংগৃহীত

নির্বাচনের একেবারে প্রাক্কালে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ। তিনি এ সিদ্ধান্তকে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

২০ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সহীহ আকিদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মওদুদীবাদী চিন্তাধারার জামায়াতকে বাদ দিয়ে ইসলামপন্থীদের ঐক্য গঠনের আহ্বান জানানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ঈমান ও আকিদার প্রশ্নে আপস করে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। এ প্রেক্ষাপটে জামায়াতের জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করায় তিনি আন্তরিক মোবারকবাদ জানান।

বিজ্ঞাপন

হেফাজত আমির বলেন, ইসলামপন্থী রাজনীতিতে হকপন্থীদের স্বতন্ত্র অবস্থান অত্যন্ত জরুরি ছিল। ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইসলামপন্থী রাজনীতির জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকলে দেশে ইসলামপন্থী রাজনীতির বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের একক রাজনৈতিক অবস্থান সেই ক্ষতির পথ অনেকাংশে রোধ করবে বলে তিনি মনে করেন। এ সাহসী সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলনের আমির ও দলটির প্রতি তিনি বিশেষ অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে আগামী নির্বাচন প্রসঙ্গেও অবস্থান স্পষ্ট করেন হেফাজত আমির। তিনি বলেন, হেফাজতে ইসলাম বরাবরের মতো আসন্ন নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণ নিরেট ইসলামপন্থী আদর্শে বিশ্বাসীদেরই ভোট দেবে।

একই সঙ্গে ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদা প্রচারকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আগামী নির্বাচনে একই ধারায় ঐক্যবদ্ধভাবে পথ চলবেন বলেও আশা প্রকাশ করেন হেফাজত আমির।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD