Logo

আগামীকাল হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এনসিপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৭:৫৭
আগামীকাল হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু এনসিপির
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে। তিন নেতার মাজার ও শহিদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম। তিনি জানান, ধর্মীয় ও স্মরণানুষ্ঠান শেষে সংগঠিতভাবে প্রচারণা কার্যক্রম শুরু করা হবে।

বার্তায় আরও বলা হয়, মাজার ও কবর জিয়ারত শেষে তিন নেতার মাজার প্রাঙ্গণ থেকে প্রচারণা মিছিল শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

বিজ্ঞাপন

এই কর্মসূচিতে দলের শীর্ষ ও তরুণ নেতৃত্বের উপস্থিতি থাকার কথা রয়েছে। অংশ নেবেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, এই কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে জনসংযোগ ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই প্রচারণা শুরু করছে এনসিপি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD