Logo

মাইলস্টোনে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৩
মাইলস্টোনে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

সাক্ষাতে দুর্ঘটনায় আহত ও নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে একটি স্মারকলিপি তারেক রহমানের হাতে দেওয়া হয়। এ সময় একাধিক অভিভাবক তাদের সন্তানদের চিকিৎসা, পুনর্বাসন ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।

এক আহত শিশুর মা বলেন, চিকিৎসা সহায়তা হিসেবে আহতদের জন্য পাঁচ লাখ টাকা এবং নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু একটি শিশুর জীবনের মূল্য কি এতটুকুই? অনেক শিশুর একের পর এক অপারেশন প্রয়োজন হচ্ছে। বর্তমানে বিমানবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা বন্ধ হয়ে গেছে, ফলে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে গিয়ে নানা ভোগান্তি ও নিগ্রহের শিকার হতে হচ্ছে।

বিজ্ঞাপন

আরেকজন মা জানান, তার সন্তানের বাবা নেই। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত হওয়ার পর তার সন্তান এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না।

পরিবারগুলোর বক্তব্য শোনার পর তারেক রহমান তাদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হবে।

হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক অভিভাবক জানান, স্মারকলিপিতে মূলত চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ, আহত শিশুদের আজীবন পুনর্বাসন ও হেলথ কার্ড প্রদান, উত্তরায় স্মৃতি সংরক্ষণের জন্য একটি মসজিদ বা মাদরাসা স্থাপন এবং এ বিষয়ে দায়ের করা একটি রিটের বাস্তবায়ন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্বল্প সময়ে সব কথা বিস্তারিতভাবে বলা সম্ভব হয়নি। স্মারকলিপির মাধ্যমেই দাবিগুলো তুলে ধরা হয়েছে। তারেক রহমান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সময় বের করা কঠিন হলেও শিগগিরই তিনি পরিবারগুলোর সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করবেন।

মাইলস্টোনের এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মহলের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD