Logo

হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:১৬
হাঁস প্রতীক পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার হাতে ‘হাঁস’ প্রতীক তুলে দেন।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পরে বিএনপি তাকে বহিষ্কার করে।

প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা জানান, হাঁস প্রতীকটি তার ব্যক্তিগতভাবে পছন্দের। তিনি বলেন, তার বাড়িতেও হাঁস পালন করা হয় এবং আগে থেকেই এই প্রতীক বরাদ্দ চেয়েছিলেন। পছন্দের প্রতীক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় রুমিন ফারহানা প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, কেউ যেন উসকানিতে পা না দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনায় সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারের মধ্যে এসব নোটিশের জবাব দেওয়ার কথা ছিল বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD