মামুনুল হকের নিরাপত্তা জোরদারের দাবি গণঅধিকার পরিষদের

ঢাকা-১৩ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া। তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এই দাবি উত্থাপন করেন বলে জানা যায়।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত সভা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মিজানুর রহমান ভূঁইয়া এ বিষয়ে কথা বলেন।
তিনি জানান, ঢাকা-১৩ আসনটি শেরে বাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর থানার এলাকা নিয়ে গঠিত। বিশেষ করে মোহাম্মদপুরের কিছু অংশে কিশোর গ্যাংয়ের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওই এলাকাগুলোতে হত্যা ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করেন।
বিজ্ঞাপন
মিজানুর রহমান বলেন, তিনি নিজে গণঅধিকার পরিষদের প্রার্থী হলেও এই আসনে তার প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক একজন সম্মানিত আলেম এবং দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। এ কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া জরুরি।








