আজ প্রকাশ পাচ্ছে বিএনপির নির্বাচনি থিম সং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনি কার্যক্রমে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দলটির অফিসিয়াল নির্বাচনি থিম সং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
বিজ্ঞাপন
থিম সংটিতে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ও ভিন্নধর্মী ভাবনা ও পরিকল্পনার প্রতিফলন থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রাত ১২টায় রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে থিম সংটির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
দলীয় নেতারা জানান, নির্বাচনের আগে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে এবং নির্বাচনি পরিবেশে উদ্দীপনা তৈরি করতেই এই থিম সং প্রকাশ করা হচ্ছে। এতে দেশের ভবিষ্যৎ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন ভাবনার বিষয়গুলো গুরুত্ব পাবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আজই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন।








