ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীক পেলেন ইশরাক হোসেন

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের বরাদ্দপত্র সংগ্রহ করেন।
আরও পড়ুন: সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
প্রতীক সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরুর হোসেন। তিনি বলেন, “আমি বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটি গ্রহণ করেছি। ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চাইছি। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইনশাআল্লাহ ঢাকা-৬ আসন ইশরাক হোসেনকে উপহার দেব।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না।
মাশরুর হোসেন বলেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন।








