Logo

সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১১:৩১
সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
ফাইল ছবি।

আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই দলের নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা দেন তারেক রহমান নিজেই।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, বুধবার আমি সিলেট চলে যাব, ইনশা আল্লাহ। পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনি প্রচারণার কাজ শুরু করব। 

তিনি বলেন, বুধবার বিকেলে আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাব।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান বলেন, গাড়ি আমরা যেগুলো ব্যবহার করবো, সেগুলো সকালেই চলে যাবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD