Logo

চরমোনাই পীরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২০ জানুয়ারি, ২০২৬, ২০:৪৭
চরমোনাই পীরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
ছবি: সংগৃহীত

বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে নির্বাচনীয় সমীকরণে বড় পরিবর্তন এলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফল হিসেবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায় কার্যকলাপের কোনো জায়গা থাকবে না।

বিজ্ঞাপন

তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ১০ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। এর আগে এটি ১১ দলীয় জোট ছিল, তবে একটি দল আলাদা পথে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থ বিবেচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৫ আসন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, এখন বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সব সমর্থক ও সংশ্লিষ্ট নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করিমের পক্ষে মাঠে কাজ করবেন। সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থীর এই সিদ্ধান্ত নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যা আগামী দিনের প্রচার ও ভোটের হিসাবকে প্রভাবিত করতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD