Logo

৫ লাখ বেকার মাসে ঋণ পাবে ১০ হাজার টাকা, ভ্যাট নামবে ১০ শতাংশে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৯:০৬
৫ লাখ বেকার মাসে ঋণ পাবে ১০ হাজার টাকা, ভ্যাট নামবে ১০ শতাংশে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষ করে চাকরি পাওয়া পর্যন্ত সময়ের জন্য পাঁচ লাখ বেকার গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল না বাড়ানো এবং দীর্ঘমেয়াদে ভ্যাট ও ট্যাক্সের হার কমিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলের বলরুমে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এসব নীতিগত ঘোষণা তুলে ধরেন জামায়াতের নীতিনির্ধারক ও প্যানেল আলোচকরা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, তরুণ সমাজ, আইসিটি ও প্রবাসী আয়ের মতো বিভিন্ন খাতে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

ঘোষিত নীতিমালার মধ্যে অন্যতম হচ্ছে— দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন। একই সঙ্গে কর ও মূল্য সংযোজন করের বর্তমান হার ধাপে ধাপে কমিয়ে দীর্ঘমেয়াদে আয়কর ১৯ শতাংশ এবং ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থনৈতিক খাতে স্বস্তি দিতে আগামী তিন বছরে শিল্পকারখানায় গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য না বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে চালু করা এবং শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা দেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহজ লাইসেন্সিং ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধার কথাও নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শিক্ষা খাতে বড় পরিসরের পরিকল্পনার কথা জানিয়ে বলা হয়, গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ গ্র্যাজুয়েটকে কর্জে হাসানা ভিত্তিতে মাসিক সর্বোচ্চ ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। এছাড়া মেধা ও প্রয়োজনের ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীকে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত শিক্ষাঋণ এবং প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে বিশেষ শিক্ষাঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হার্ভার্ড, এমআইটি, অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দেওয়ার কথাও জানানো হয়।

নারী শিক্ষায় গুরুত্ব দিয়ে ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনোমিক্স কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বড় কলেজগুলোকে ধাপে ধাপে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাও দেওয়া হয়। সব ধরনের নিয়োগে মেধাভিত্তিক পদ্ধতি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতে ৬০ বছরের বেশি বয়সী নাগরিক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং ‘ফার্স্ট থাউজেন্ড ডেইজ প্রোগ্রাম’-এর মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিরাপত্তা সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা তুলে ধরা হয়।

তরুণ সমাজকে কেন্দ্র করে নতুন মন্ত্রণালয় গঠন, পাঁচ বছরে এক কোটি তরুণকে বাজারভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, প্রতিটি উপজেলায় ‘ইয়ুথ টেক ল্যাব’ স্থাপন এবং প্রতিটি জেলায় ‘জব ইয়ুথ ব্যাংক’ গঠনের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে পাঁচ বছরে ৫০ লাখ কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নারী, তরুণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পাঁচ লাখ উদ্যোক্তা তৈরি এবং ১৫ লাখ ফ্রিল্যান্সার গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়।

বিজ্ঞাপন

আইসিটি খাতে ‘ভিশন ২০৪০’ ঘোষণা করে ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি চাকরি সৃষ্টি, ডিজিটাল রপ্তানির জন্য জাতীয় পেমেন্ট গেটওয়ে স্থাপন এবং এ খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের বিষয়টিও গুরুত্ব পায় ঘোষণায়।

রেমিট্যান্স খাতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে পাঁচ থেকে সাত বছরে প্রবাসী আয় দুই থেকে তিনগুণ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রবাসী পেশাজীবী, গবেষক ও শিক্ষকদের দেশে যুক্ত করার পরিকল্পনাকে ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ হিসেবে তুলে ধরা হয়।

পলিসি সামিটে দেশি-বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন এবং ঘোষিত নীতিগুলো বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD