তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ চারটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। একই দিনে নরডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোকে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক বলে বর্ণনা করেছেন দলটির নেতারা।
সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের প্রতি একটি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতিও বিদেশি কূটনীতিকদের আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
হুমায়ুন কবির বলেন, এদিন চারটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দলের ঘোষিত ৩১ দফার আলোকে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কীভাবে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট ইস্যুতে আলোচনা হয়নি। তবে কূটনীতিকরা নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা অব্যাহত থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।








