Logo

জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-চীনসহ ৪০ দেশের প্রতিনিধি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৮
জামায়াতের পলিসি সামিটে যুক্তরাষ্ট্র-চীনসহ ৪০ দেশের প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে বিশ্বের ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে রাজধানীতে শুরু হয়েছে বহুপাক্ষিক আলোচনা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে পলিসি সামিট–২০২৬-এর কার্যক্রম উদ্বোধন হয়।

বিজ্ঞাপন

জামায়াতের পররাষ্ট্র বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সকাল থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা সামিটে অংশ নিতে সম্মেলনস্থলে উপস্থিত হন। আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে মতবিনিময় এবং নীতিগত আলোচনা এই আয়োজনের মূল লক্ষ্য।

সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তান, কসোভো, তুরস্ক, মালয়েশিয়া, শ্রীলংকা, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ইরান, কানাডা, ফিলিস্তিন, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভুটান, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, ইউএনডিপি ও আইআরআইয়ের প্রতিনিধিরাও অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ও মোবারক হোসাইন।

এ ছাড়া আলোচনায় অংশ নেন ডিস্টিংগুইসড ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদীন মালিক এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই পলিসি সামিটের মাধ্যমে বৈশ্বিক রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকারসহ বিভিন্ন নীতিগত বিষয়ে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD