তারেক রহমানের প্রতিশ্রুতির সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এ প্রতিশ্রুতিকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনের জন্য শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান নির্বাচনী বিধি ভেঙেছেন, অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য প্রার্থীদের ক্ষেত্রে আরেক ধরনের নীতি অনুসরণ করা হচ্ছে। এতে স্পষ্টভাবে বোঝা যায়, প্রশাসন ও একটি রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে কি না—সে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের এই নীরবতা উদ্বেগজনক এবং তা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিও আচরণবিধির আওতায় পড়ে। বর্তমান নির্বাচন কমিশন আগের বিতর্কিত কমিশনগুলোর পথেই এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির পক্ষে বহু গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়ার একটি বড় অংশ দখলে নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে প্রকৃত চিত্র তুলে ধরা কঠিন হয়ে পড়ছে।
বিজ্ঞাপন
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি শাপলা কলি প্রতীক পেয়েছেন। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন তিনি।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে এনসিপির এই নেতা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। ওসমান হাদির হত্যার বিচার এখনো শেষ হয়নি এবং এটি তার নির্বাচনী এজেন্ডার অন্যতম প্রধান বিষয় হবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও লড়াই চলবে বলে জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনার পর তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন। অথচ একই সময়ে অন্য প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। নাহিদ ইসলামকে শোকজ করা হলেও তারেক রহমানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি—এটাই বৈষম্যের প্রমাণ।
বিজ্ঞাপন
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দেশের মানুষের কাছে একটি বড় পরিচয় বহন করেন। তাই তিনি যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়ায়।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানোর কারণে তাকেও শোকজ করা হয়েছে, এমনকি প্রতীকবিহীন ব্যানারও অপসারণ করা হয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে ঢাকা-৮ আসনে বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়া হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।
উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
বিজ্ঞাপন
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।








