Logo

সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার ৪

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৬
26Shares
সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার ৪
ছবি: সংগৃহীত

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন

বিজ্ঞাপন

কক্সবাজারে সাগরে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে, এ ঘটনায় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা।

বুধবার (৪ সে্প্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

বিজ্ঞাপন

নিখোঁজ মোহাম্মদ সজীব (২৬) ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

নিখোঁজের স্বজন ও বন্ধুদের বরাতে তানভীর হোসেন বলেন, বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের শোরগোল-চিৎকারে লাইফগার্ড কর্মীরা ৩ জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজন ভেসে যেতে থাকে।

বিজ্ঞাপন

“ পরে লাইফগার্ড কর্মিরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজন ভেসে যায়। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।’’

বিজ্ঞাপন

পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মি ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD