ভিসা আবেদনকারীদের নতুন বার্তা দিল মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৪

ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য কনস্যুলার সম্পর্কিত নতুন একটি বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ বার্তা দিয়েছে তারা।
বার্তায় হয়েছে, “নির্দেশনা অনুযায়ী মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছেড়ে যাওয়ার পর ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।”
আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করল আউয়াল কমিশন
এতে আরও বলা হয়, জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। যাই হোক, কাজের চাপ এবং সংস্থান অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে। চিন্তার কারণ নেই। আপনার আবেদন হারিয়ে যাবে না। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি (আবেদনকারী) আমাদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন নেই।
আরও পড়ুন: শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
উল্লেখ্য, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বাংলাদেশের নাগরিক ও বাসিন্দাদের জন্য দেশটির ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তিস্তার গতি-প্রকৃতি উজানের উপর নির্ভরশীল: সৈয়দা রেজওয়ানা হাসান

জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা

প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

১৫ জুলাই: কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাবি
