Logo

তারকা অভিনেতা জেমস আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৮
39Shares
তারকা অভিনেতা জেমস আর নেই
ছবি: সংগৃহীত

চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে

বিজ্ঞাপন

ডার্থ ভেডারের কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে তারকা খ্যাতি লাভ করা হলিউড অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৩ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জেমস আর্ল জোন্সের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার এজেন্ট ব্যারি ম্যাকফারসন। 

দীর্ঘ সত্তর বছরের ক্যারিয়ারে ‘ফিল্ড অব ড্রিমস’ ‘কামিং টু আমেরিকা’ ‘কোনান দ্য বারবারিয়ান’, ‘দ্য লায়ন কিং’সহ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন জেমস আর্ল জোন্স। কিন্তু বারবার ডার্থ ভেডার চরিত্রটি আলোচনায় রেখেছে তাকে। চরিত্রটিতে ভরাট কণ্ঠস্বরের জন্য এখনো দর্শকহৃদয়ে অবস্থান তার।

বিজ্ঞাপন

জেমস আর্ল জোন্সের মৃত্যুতে ‘স্টার ওয়ারস’ সিনেমার ডার্থ ভেডারের ছেলের ভূমিকায় অভিনয় করা মার্ক হ্যামিল শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও বাবা।’ এরপর একটি হৃদয় ভেঙে যাওয়ার ইমোজি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘ ক্যারিয়ারে দুইবার এমি পুরস্কার লাভ করেছেন এ অভিনেতা। গ্র্যামি ও গোল্ডেন গ্লোব পেয়েছেন একবার করে। এছাড়াও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য ২০১১ সালে একাডেমি কর্তৃপক্ষ সম্মানজনক অস্কার দেয় তাকে।

বিজ্ঞাপন

১৯৭১ সালে ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমার জন্য অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন করা হয়েছিল তাকে। অস্কার মনোনয়ন পাওয়া দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। এর জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছিলেন জেমস আর্ল জোন্স। এর আগে সিডনি পয়টিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD