Logo

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২২:১৭
92Shares
বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

এবার রোনালদো প্রথম ব্যক্তি যিনি সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার পৌঁছেছেন

বিজ্ঞাপন

ফুটবলার হিসেবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের  শেষ নেই। কয়েকদিন আগে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক পূর্ণ করেন তিনি। এবার রোনালদো প্রথম ব্যক্তি যিনি সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় সাতটি প্ল্যাটফর্মে মোট ১ বিলিয়ন অনুসারী পূর্ণ হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ফুটবলের এই মহাতারকা। সব পর্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সিআরসেভেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে রোনালদোর ইনস্টাগ্রামে ৬৩৮, ফেসবুকে ১৭০, এক্সে ১১৩, ইউটিউবে ৬০ মিলিয়ন অনুসারী রয়েছেন। ইউটিউবে ক্রমাগত বাড়তেই আছে, মূলত ইউটিউবে বাড়তে থাকা অনুসারীর কল্যাণেই রোনালদো এক বিলিয়নের মাইলফলক পূর্ণ করেছেন।

ইনস্টাগ্রামের পোস্টে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি—১ বিলিয়ন ফলোয়ার্স! এটি শুধু কোনো সংখ্যা নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটি আমাদের গভীর আবেগ, উদ্যম এবং খেলা ও বাইরের বিষয়ের প্রতি ভালোবাসার স্বীকৃতি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘মাদেইরার (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) রাস্তা থেকে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এসে আমি আমার পরিবার, আপনাদের জন্য খেলেছি। যা আমরা একসঙ্গে বর্তমানে ১ বিলিয়নে পরিণত করেছি। প্রতিটি পদে পদে আপনারা আমার সঙ্গে ছিলেন, উত্থান-পতনের সঙ্গী হয়েছেন। এই জার্নিটি সবাই মিলে একসঙ্গে হয়েছে, আমরা দেখিয়েছি যে অর্জনের কোনো সুনির্দিষ্ট পরিসীমা কখোনই থাকে না। আমার প্রতি এমন বিশ্বাস, সমর্থন ও জীবনের অংশ হয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’

সিআরসেভেন বলেছেন, ‘আরও সেরা কিছু পাওয়া বাকি, আমরা আরও প্রচেষ্টা অব্যাহত রাখব, জিতব এবং একসঙ্গে ইতিহাস গড়ব।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD