চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পাবনায় বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪


চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পাবনায় বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

পলাশ হোসেন: চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে পাবনার সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসানের বিরুদ্ধে মানববন্ধন করেছে রানীনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাটিকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রানীনগর ইউনিয়ন   বিএনপি'র ও সকল অঙ্গসংগঠন  আয়োজনে এই মানববন্ধন হয়। 


আরও পড়ুন: বাড়লো সোনার দাম, রবিবার থেকে কার্যকর


মানববন্ধনে বক্তারা বলেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.বি.এম তোফিক হাসান স্বৈরাচার সরকার হাসিনা পতনের পর থেকেই বিএনপি'র নাম ভাঙিয়ে রানীনগর ইউনিয়নে  চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর সহ নানা অপকর্ম করে আসছে । এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউনিয়ন বাসী, বিএনপি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই বিএনপির আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসানের দলের থেকে বহিষ্কার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । 


এ সময় বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জালাল, রাণীনগর ইউনিয়ন যুবদলের  সাবেক সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, রানীনগর ইউনিয়ন বিএনপির নেতা জিএম তৌফিক আলম অনিন্দ্য, রবিউল ইসলাম সাইফুল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরএক্স/