ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও প্রতি ম্যাচেই জয় চান শান্ত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৪


ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও প্রতি ম্যাচেই জয় চান শান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে রয়েছে। প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মাঠে নামবে দুই দল। কিন্তু তার আগে চেন্নাইয়ে নিজেদের লক্ষ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রতিপক্ষ টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারত হলেও জয়ের বিকল্প কিছু ভাবছেন না এই বাঁহাতি ব্যাটার।


বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন তিনি।


নিজেদের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচ জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ থাকে। আমাদেরই এটাই লক্ষ। জয়ের জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। আর ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তাভাবনা করব। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।


আরও পড়ুন: বাংলাদেশকে ‘মজা নিতে দিন’ বলে রোহিত শর্মার খোঁচা


পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাদের বিপক্ষে টেস্টে কোনো জয়ই ছিল না বাংলাদেশের পক্ষে। ভারতের বিপক্ষেও একই ইতিহাসের সামনে দাঁড়িয়ে সাকিব-মুশফিকরা। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবেন কি না, এমন প্রশ্নও ছুটে যায় শান্তর কাছে।


জবাবে তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন একটি সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।


ভারতকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ।


আরও পড়ুন: বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের শুভমান গিল


‘আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’


আগামীকাল থেকে থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।


এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।


এমএল/