চড়কাণ্ডের জেরে অস্কার অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চড়কাণ্ডের জেরে অস্কার অ্যাকাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনার জেরে অস্কার একাডেমি থেকে পদত্যাগ করেছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। 

স্থানীয় সময় শুক্রবার (১ এপ্রিল) এক বিবৃতিতে উইল স্মিথ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।

বিবৃতিতে তিনি বলেছেন, ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।

তিনি বলেন, আমি যাদের আঘাত করেছি তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক।

স্মিথ আরও বলেন, আমি একাডেমির বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছি। আমি অস্কার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত এবং বিজয়ীদের তাদের অসাধারণ কাজের স্বীকৃতির উদযাপন থেকে বঞ্চিত করেছি। আমি সত্যিই ব্যথিত।

প্রসঙ্গত, উইল স্মিথের স্ত্রী জাডা অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত। এই রোগ হলে মাথার চুল পড়ে যায়। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মানতে পারেননি স্মিথ। আর তাই তিনি মেজাজ হারিয়েছিলেন। অবশ্য এই ঘটনার জন্য ক্রিসের কাছে ক্ষমাও চান স্মিথ। তবুও এক চড়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

ওআ/