হাসান নাসরুল্লাহর মৃত্যুর কথা নিশ্চিত করলো হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।
আরও পড়ুন: হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন, ইসরায়েলের দাবি
এর আগে, হাসান নাসরাল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনও মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ।
আরও পড়ুন: ইসরায়েলি হামলা থেকে বেঁচে আছেন হিজবুল্লাহ প্রধান
সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, “সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে। তিনি আর বিশ্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।”
জেবি/এসবি