Logo

কক্সবাজার সাগরে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪, ২৩:৫৭
40Shares
কক্সবাজার সাগরে জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নিয়োজিত সী সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত

বিজ্ঞাপন

কক্সবাজার সাগরে জেটস্কি থেকে পানিতে পড়ে গিয়ে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈকতে নিয়োজিত সী সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত পর্যটকের নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।

সাইফুল্লাহ সিফাত জানান, ভ্রমনে আসা এই পর্যটক সাগরে জেটস্কি যোগে ঘুরতে নামে। এক পর্যায়ে জেটস্কি থেকে পানি পড়ে যায়। এসময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউর কারণে ব্যর্থ হয়। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন জানিয়েছেন, জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জেটস্কি চালক পালাতক রয়েছে। এব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD