Logo

কক্সবাজারে সাগরে গোসলে নেমে যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪, ০৫:৩০
33Shares
কক্সবাজারে সাগরে গোসলে নেমে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

এক পর্যায়ে সায়মনের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়

বিজ্ঞাপন

কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ড কর্মিদের সুপারভাইজার মো. ওসমান গণি জানান, রবিবার (২০ অক্টোবর) বিকাল ৪ টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মৃত্যু হওয়া মো. সায়মন (২০) উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

বিজ্ঞাপন

মৃতের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, রবিবার বিকালে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সাগরে সায়মনসহ তিন বন্ধু মিলে সাগরে গোসলে নামে। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। এক পর্যায়ে সায়মনের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সে ভেসে যেতে থাকে।

বিজ্ঞাপন

এসময় বন্ধুদের শোর-গোল চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।

বিজ্ঞাপন

লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মিরা সায়মনের সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

বিজ্ঞাপন

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসমান গণি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া যুবকের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD