লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদে‌শি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪


লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৬৫ বাংলাদে‌শি
ছবি: সংগৃহীত

যুদ্ধ বিধ্বস্ত লেবানন থে‌কে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুকদের মধ্যে দ্বিতীয় দফায় আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফিরেছেন ৬৫ বাংলাদেশি। এ নি‌য়ে লেবানন থে‌কে দে‌শে ফিরেছেন ১১৯ বাংলা‌দে‌শি।


বুধবার সন্ধ্যায় লেবানন থে‌কে ৬৫ বাংলা‌দে‌শির দে‌শে ফেরার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।


আগামীকাল বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) দিবাগত রা‌তে তৃতীয় দফায় দে‌শে ফিরবেন আরও ৩১ বাংলাদেশি। 


আরও পড়ুন: কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য


বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে , লেবাননের স্থানীয় সময় বৃহস্প‌তিবার সকা‌লে তৃতীয় দফায় দে‌শে ফেরার জন‌্য রফিক হারারি আন্তর্জা‌তিক বিমানবন্দর থে‌কে জেদ্দায় যাবেন ৩১ বাংলা‌দে‌শি। সেখান থে‌কে তারা বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে ঢাকায় পৌঁছা‌নোর কথা রয়েছে। 


আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক


প্রসঙ্গত, চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কার‌ণে সোমবার সন্ধ্যায় প্রথম দফায় দে‌শে ফিরেছেন ৫৪ বাংলাদেশি।


যুদ্ধ বিধ্বস্ত লেবানন থে‌কে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত‌্যাবর্তন করা হবে।


জেবি/এসবি