পাকিস্তানে গার্লস স্কুলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৪
পাকিস্তানের বেলুচিস্তানে একটি গার্লস স্কুলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন সাতজন, যাদের মধ্যে পাঁচজন শিশু। আহত ১৭ জনের মধ্যে অধিকাংশই শিশু এবং তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দেশটির বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এ হামলার ঘটনা ঘটেছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্যান এবং পুলিশের গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা বোমা বিস্ফোরণ হয়।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা, উত্তরসূরি নিয়ে উদ্বেগ
এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়। এরমধ্যে পাঁচ শিশু ও এক পুলিশ কর্মকর্তা রয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন, যাদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।
এদিকে, ভয়াবহ এ ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি নিন্দা জানিয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দেশ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: প্রথমবারের মতো ইসরায়েলের বাসিন্দাদের সরে যেতে বললো হিজবুল্লাহ
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পাকিস্তানের মাস্তুং জেলায় বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন আহত হন।
এমএল/