সংস্কার শেষে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চাই যুবদল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪


সংস্কার শেষে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চাই যুবদল
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (২ নভেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।


সভয় বক্তারা বলেন, দেশে এখনো নানামুখী ষড়যন্ত্র চলছে। আমাদের রাজনীতির মাঠ এখনো নিরাপদ নয়। বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চোখ কান সজাগ রাখতে হবে। দ্রুত নির্বাচন না দেওয়ার পাঁয়তারা চলছে। সংস্কারের কাজ দ্রুত শেষ করে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চাই। পরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নির্বাচন না হওয়া পর্যন্ত সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


আরও পড়ুন: দর্শনায় সাবেক কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেফতার রাশেদ


কারও প্ররোচনায় অন্তর্বর্তী সরকার যদি সুষ্ঠু নির্বাচন দিতে বিলম্ব করেন তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না।


নেতা কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ আরও বলেন, জনগনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। এজন্য জনগনের সাথে মিশতে হবে, তাদের ম্যান্ডেট নিতে হবে, সুখ-দুঃখে পাশে থাকতে হবে। যারা এই ১৫ বছর ফ্যাসিবাদ খুনি হাসিনার সাথে হাত মিলিয়ে ব্যবসা বাণিজ্য করে নানা সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকে বিএনপিতে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে। যারা তাদেরকে সহায়তা করবে সেসব নেতা যতই শক্তিশালী হোক তাদের জায়গা বিএনপিতে হবে না। ভয় দেখিয়ে নয়, উদারতা দেখিয়ে সাধারন মানুষের মন জয় করতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে যুবদলের নতুন কমিটি গঠনের কাজ শুরু হবে। এক্ষেত্রে আমরা দলের প্রতি যারা নিবেদিত তারা গুরুত্ব পাবে। কোন প্রোফাইল, টেলিফোন কিংবা তদবিরে যুবদলের কমিটি হবে না।


জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারন সম্পাদক এম তমাল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারন সম্পাদক বাবুল সারেং, সমাজ কল্যান সম্পাদক মামুন হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবদকলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, ছাত্রদলের সভাপতি শাজাহান খান।


আরও পড়ুন: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত


সভাটি সঞ্চালনা করেন যৌথভাবে জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক এম এ তালহা ও ছাত্রদলের সাধারন সম্পাদক মোমিন মালিতা।


এমএল/