Logo

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কমলনগর বিএনপির জনসভা

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২৪, ০৫:৩২
37Shares
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কমলনগর বিএনপির জনসভা
ছবি: সংগৃহীত

বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জন্য মুক্তির দিবস

বিজ্ঞাপন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্ব ও নির্দেশে জনসভার আয়োজন করে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারের দক্ষিণ মাথায় চর জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম কাদের এর সভাপতিত্ব ও উপজেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত জনসভা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আহমেদ ফেরদাউস মানিক ও কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রশিদুল হাসান লিংকন,জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রশিদ উপজেলা যুবদলের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী সদস্য সচিব আবু সায়েদ দোলন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সেলিম সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু সদস্য সচিব জাফর আহমেদ ভূইয়া সহ উপজেলা বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীরা।

বিকেল ৩ টার পর থেকে উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে এসে জনসভার মাঠে আসায় বিশাল জনসমূদ্রে পরিনত হয় জনসভাস্থল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট হাসিবুর রহমান বলেনে এ বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জন্ম। এদিনে স্বাধীনতার পর বাকশাল কায়েম থেকে দেশের আপাময় জনসাধারণকে মুক্তি দিয়েছে মেজর জিয়াউর রহমান। বিপ্লব ও সংহতি দিবস বাঙালি জাতির জন্য মুক্তির দিবস।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD