রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪


রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা
ছবি: প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


রবিবার (১৭ নভেম্বর) উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ৫নং ক্যানাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর এ হামলা চালানো হয় বলে জানা যায়।


হামলার ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে বলে সাংবাদিকরা হুশিয়ারি দিয়েছেন। 


আরও পড়ুন: ব্রিতে নবান্ন উৎসব ১৪৩১ উদযাপন


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ জানান, রূপগঞ্জের মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপরাধ নিয়ে তার লেখা সংবাদ প্রকাশ করি। এ কারণেই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে বেদম প্রহার করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশে থেঁতলে দেয়।

 

রূপগঞ্জ থানায় দয়েরকৃত অভিযোগকারী সাংবাদিক রাসেল আহম্মেদ জানান, সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৫/২৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর মাহমুদের উপর হামলা চালায়। এ সময় জাহাঙ্গীরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 


আরও পড়ুন: ধামরাইয়ে ট্রাকচাপায় হেলপারসহ নিহত ২


এ ব্যাপারে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।


নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ইতোমধ্যে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।


এমএল/