এনআইডি নিয়ে ইসির জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪
কোনো বিদেশি বা রোহিঙ্গাদের কেউ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অপচেষ্টা করলে তাকে বা তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হকের স্বাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: সংগঠনকে নিষিদ্ধ করার আগে তদন্ত করা হবে: মাহফুজ
এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় সর্বদা লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন ২০০৯-এর ৭(১)(ক) অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে আইন রয়েছে।
এতে আর বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি/দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সর্বদা সহায়তা করছেন, যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী আইননত দণ্ডনীয় অপরাধ।
আরও পড়ুন: আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস
এ অবস্থায় বাংলাদেশের যে কোনো স্থানে/জেলা, উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টা করার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা, জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে (০২-৫৫০০৭৬০০); ই-মেইলে secretary@ecs.gov.bd অথবা কল সেন্টার ১০৫-এ (টোল ফ্রি) অথবা ডাকযোগে নির্বাচন কমিশনের সচিবকে জানানোর আহ্বান জানাচ্ছে সংস্থাটি।
এমএল/