১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৪
দেশের বাইরে আরেকটি টেস্ট জয় বাংলাদেশের। মাঠের ক্রিকেটে টানা কয়েক মাসের ব্যর্থতার পর এ যেন মরুর বুকে পানির সন্ধান। পাকিস্তানের মাটিতে ইতিহাসগড়া সিরিজ জয়ের পর থেকেই খুব একটা ভালো ফলাফল করতে পারছিল না টাইগাররা। ভারত সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এমনকী আফগানিস্তানের বিপক্ষেও হারতে হয়েছে।
আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয়। কিংসটনে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারায় বাংলাদেশ। জাকের আলী অনিকের ক্যারিয়ারসেরা ৯১ রান আর তাইজুল ইসলামের ৫ উইকেটের সুবাদে এই জয় পায় টাইগাররা। এতে সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতি, মুশফিকুর রহিমের ছিটকে পড়ার পর অভিজ্ঞ দুই ক্রিকেটারকে ছাড়াই খেলতে নেমে ক্যারিবীয় সফরের শুরুটাও হয়েছিল বড় হার দিয়ে। প্রথম টেস্টে ২০১ রানের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় তথা শেষ টেস্টেই ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের দারুণ জয় তুলে নিলো মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ।
আরও পড়ুন: ধবলধোলাইয়ের পর বিশেষ ক্ষমতা হারাচ্ছেন গম্ভীর!
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।’
আরএক্স/