Logo

কুষ্টিয়া মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে গরু ডাকাতি

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৪, ২২:১৭
31Shares
কুষ্টিয়া মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে গরু ডাকাতি
ছবি: সংগৃহীত

গাড়ি থামিয়ে ড্রাইভারসহ গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে মহাসড়ক থেকে ৫টি গরু ছিনিয়ে নিয়েছে ডাকাত দল।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় চলন্ত গাড়ি থামিয়ে ড্রাইভারসহ গরুর মালিককে মারধর করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে মহাসড়ক থেকে ৫টি গরু ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে কুমারখালী থানাধীন কুষ্টিয়া -রাজবাড়ী মহসড়কের লাহিনী পাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ডাকাতির কবলে পড়া ব্যাক্তিরা হলেন,  ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে গরুর মালিক রিপন শেখ (২৯), ও  জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে পিকআপ চালক ফারুক হোসেন (৫২)। 

ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ জানান, অনলাইনে ভিডিওর মাধ্যমে গরু দেখে পছন্দ করেন তিনি। গরু কেনার জন্য ফরিদপুর ভাঙ্গা থানা এলাকা থেকে জয়পুর হাট যান তিনি। সেখানে গিয়ে ৫ টি গরু ৩ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। গরু ফরিদপুরে আনার জন্য একটি পিকআপ ভাড়া করেন। পিকআপের কোন হেল্পার না থাকায় ড্রাইভার আর তিনি ছিলেন পিকআপে। চলন্ত গাড়ি জয়পুরহাট থেকে ফরিদপুর যাওয়ার পথিমধ্যে  কুমারখালী থানাধীন লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া -রাজবাড়ী মহাসড়ক থেকে দুইটি পিকআপ তাদের গাড়ির গতিরোধ করে। 

বিজ্ঞাপন

এরপর ৭-৮ জন হাতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে এবং ড্রাইভার ও তাকে মারধর করে চোখের মধ্যে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। মারধর আর মরিচের গুড়া দেওয়ার সাথে সাথে ড্রাইভার ও তিনি চিল্লা চেচামেচি শুরু করে। এর মধ্যেই ডাকাত দল পিকআপ থেকে গরু খুলে ডাকাতদের পিকআপে  নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় জনগন সেখানে এসে পুলিশে খবর দিলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কবলে পড়া পিকআপ গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গরুর মালিক সহ পিকআপ ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD