বিজয় দিবস নিয়ে মোদির দাবির তীব্র প্রতিবাদ আসিফ নজরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এমনই দাবি করেন তিনি।
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষ্যে পোলাও-মাংস পাবেন কারাবন্দিরা
ভারতীয় প্রধানমন্ত্রীর এমন দাবির প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ-সহ অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।’ পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদির সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন

কোনো সেনা সদস্য 'গুমে' জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর
