সিঁথিতে সিঁদুর, পরীমনির লাবণ্য রূপে বড় চমক!


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪


সিঁথিতে সিঁদুর, পরীমনির লাবণ্য রূপে বড় চমক!
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক ধরে ঢালিউড দাপিয়ে বেড়ানোর পর টালিউডে পা রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মূলত, ‘ফেলুবক্সী’ চলচ্চিত্র দিয়ে ওপার বাংলায় অভিষেক হতে চলেছে নায়িকার। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। এবার সামনে এল সিনেমায় পরীমণিরস নতুন লুক; যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য।


২০২৫ সালের ১৭ জানুয়ারি পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন পরীমণি। সিনেমায় লাবণ্য চরিত্রে দেখা যাবে তাকে। ওই পোস্টারে দেখা যায়, পরীমণির পরনে রয়েছে কুর্তা, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালা। এক অনবদ্য লুকে ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা।


আরও পড়ুন: বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন ইয়ামিন হক ববি


ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’


পরীমনিকে এমন লুকে দেখে মুগ্ধ নেটিজেনরা। বক্তদের মন্তব্যে রীতিমতো ঝড় উঠেছে নায়িকার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, শুভকামনা রইল। অপেক্ষায় আছি! আরেকজন লেখেন, ওয়াও। পরীমনির এক ভক্ত লিখেছেন, অনেক সুন্দর লাগছে পরী।


আরও পড়ুন: পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা


দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’-তে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারসহ আরও অনেকেই।


এমএল/