Logo

কক্সবাজারের পর্যটনকে প্রমোট করলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে : উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৭
36Shares
কক্সবাজারের পর্যটনকে প্রমোট করলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে : উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

পর্যটনকে বেশি করে প্রমোট করলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা

বিজ্ঞাপন

কক্সবাজারের সম্ভাবণাময় পর্যটনকে বেশি করে প্রমোট করলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।  

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে। এছাড়াও কক্সবাজারের ট্যুরিজমকে বেশীকরে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিকখাতও সমৃদ্ধ হবে। পরে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্যশিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD