সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাড়িওয়ালা সমিতির মত বিনিময় সভা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫


সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাড়িওয়ালা সমিতির মত বিনিময় সভা
ছবি: প্রতিনিধি।

সাভারের 'বাড়িওয়ালা উন্নয়ন সমিতির' আয়োজনে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আকতার হোসেন বেপারী।


আরও পড়ুন: শ্রীপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৫


মতবিনিময় সভায় ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আকতার হোসেন বেপারী বলেন। স্বৈরাচার সরকারের পতন হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় পুরো সাভার জুড়ে এখন মাদকের ছড়াছড়ি। এলাকা ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।  


আরও পড়ুন: শ্রীপুরে দেশীয় জাতের সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা


মত বিনিময় সভায় আব্দুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সভাপতি মোল্লা নগর উন্নয়ন সমিতি আবুল কালাম ভূঁইয়া সাধারণ সম্পাদক মোল্লা নগর উন্নয়ন সমিতি আমিনুল গাজী সহ-সভাপতি মোল্লা নগর উন্নয়ন সমিতি হাজী ইব্রাহিম মিয়া উপদেষ্টা মোল্লা নগর উন্নয়ন সমিতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আয়নাল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরএক্স/